নতুন সামাজিক ইতিহাসচর্চার ধারা:
নতুন সামাজিক ইতিহাসের প্রধানতঃ তিনটি ধারা লক্ষ্য করা যায়। ধারাগুলো হলো :
১) মার্ক্সবাদী ধারা, ২) সামগ্রিক ইতিহাসের ধারা, ৩) নিম্নবর্গীয় ইতিহাসের ধারা।
এছাড়া মার্কিন ইতিহাসবিদ ইউজিন জেনোভিস, হারবার্ট গুটম্যান ইতিহাসচর্চায় উঠে এসেছে
একটি বিশেষ ধারা। এখানে তাঁরা গুরুত্ব দিয়েছেন কৃষ্ণাঙ্গ শ্রমিকদের নানাদিক,
ক্রীতদাস ও দাস সমাজ ব্যবস্থার ওপর।
নিচে এই ধারা তিনটির
তুলনামূলক আলোচনা করা হলো :
বিষয় |
মার্ক্সবাদী ধারা |
সামগ্রিক ইতিহাসের (টোটাল হিস্ট্রি) ধারা |
নিম্নবর্গীয় (সাব-অল্টার্ন)ধারা |
প্রবর্তক |
কার্ল মার্কস |
মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল,
লাঁদুরি প্রমুখ ( অ্যানাল স্কুল গোষ্ঠী) |
রণজিৎ গুহ |
সম্প্রসারক |
টনি,
হবসবম, ক্রিস্টোফার হিল, ই পি টমসন প্রমুখ। ভারতের
রজনীপাম দত্ত, সুশোভন সরকার, রোমিলা থাপার, ইরফান হাবিব প্রমুখ |
ব্রিটিশ ঐতিহাসিক গোষ্ঠী ‘পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’ |
পার্থ চ্যাটার্জি, শাহিদ আমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র প্রমুখ। |
মূল বক্তব্য |
সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, রাজনীতি, অর্থনীতি - সবকিছুই নিয়ন্ত্রণ করছে। এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে
সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণি সংগ্রাম করছে। এই সংগ্রাম আসলে শ্রেণি সংগ্রাম। |
এঁরা যান্ত্রিক মার্ক্সবাদ বর্জন করে মানুষের
বিশ্বাস, রীতিনীতি, মানসিকতাসহ সমাজ অর্থনীতি ও সংস্কৃতির ওপর জোর দিয়েছেন। এঁদের মতে,
ঐতিহাসিকের কাছে বিচার করা নয়, বোঝাটাই বেশি
জরুরি। |
জাতি,
ধর্ম, বর্ন, লিঙ্গ,
শ্রেণি নির্বিশেষে সমাজের নিম্নস্তরভুক্ত মানুষের জীবনধারাও
ইতিহাসচর্চার অন্তর্ভুক্ত। শুধুমাত্র প্রতিবাদী আন্দোলন নয়, সমাজজীবনের বিভিন্ন পরিসরে আপাত তুচ্ছ ঘটনাও ইতিহাসের বিষয়বস্তু। |
সময়কাল |
উনিশ শতক |
১৯৬০ থেকে ১৯৭০এর দশকে |
১৯৮০-এর দশকে। |
উৎপত্তি স্থান |
জার্মানি |
ফ্রান্স। পরবর্তীকালে ইংল্যান্ডের ঐতিহাসিকরা
এই ধারাকে এগিয়ে নিয়ে যান। |
ভারতে |
প্রচারক গ্রন্থ ও পত্র-পত্রিকা |
কার্ল মার্কসের ‘ডাস ক্যাপিটাল’, এঙ্গেলসের ‘দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন
ইংল্যান্ড’, জ্যঁ জরেসের ‘এ
সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রিভোল্যুশন’ |
মার্ক ব্লখের ‘ফিউডাল সোসাইটি’, লাদুরির ‘দ্য টেরিটোরি অব দ্য হিস্টোরিয়ান’। এছাড়া,
অ্যানাল পত্রিকা ও পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’ পত্রিকা |
রনজিৎ গুহ-এর লেখা ‘অন সাম এস্পেক্ট অব দ্য
হিস্টোরিওগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া' |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন