আধুনিক ইতিহাসচর্চায় শিল্পচর্চার ইতিহাস
শিল্পচর্চার ইতিহাস বলতে বোঝায় সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাসকে। শিল্পচর্চার ইতিহাস বিশ্লেষণ করলে উপনিবেশবাদ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।সঙ্গীতচর্চার ইতিহাস ও গুরুত্ব :
১) ভারতে প্রাচীনকাল থেকেই সংগীতের চর্চা চলে আসছে। সুলতানি ও মুঘল যুগেও নতুন ঘরানার সংগীতচর্চা শুরু হয়, যা ঐ যুগের সাংস্কৃতিক আবহকে তুলে ধরে।
২) জাতীয়তাবাদ বিকাশে সঙ্গীত চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ' বাংলার মাটি বাংলার জল' এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
৩) কাজী নজরুল ইসলামের ' কারার ঐ লৌহ কপাট' গানটি বিপ্লবী চেতনা জাগাতে বিশেষ ভূমিকা রেখেছিল।
নৃত্যচর্চার ইতিহাস ও গুরুত্ব :
শিল্পচর্চার একটি অন্যতম ধারা হলো নৃত্যকলা। প্রাচীনকাল থেকেই এর চর্চা চলে আসছে।
১) প্রাচীন যুগে মন্দিরের বিগ্রহের সামনে নৃত্যরত নারীমুক্তির চিত্র দেখে তৎকালীন সমাজের ধর্ম ও সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে অবহিত হওয়া যায়।
২) প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন নৃত্যধারার পর্যালোচনা করলে ভারতীয় সমাজের সাংস্কৃতিক বিবর্তন অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে।
নাট্যচর্চার ইতিহাস ও গুরুত্ব :
লেখা সম্ভবত খৃষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে থেকে ভারতবর্ষে নাট্যকলা বিশিষ্ট শিল্পমাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
১) প্রাচীনকালে ভরত মুনি, কালিদাস প্রমূখ নাট্যকারের চর্চা থেকে তৎকালীন সমাজ ব্যবস্থার আভাস পাওয়া যায়।
২) ব্রিটিশ ভারতে ( অষ্টাদশ ও উনবিংশ শতকে) নাট্যচর্চার মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটে। দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের প্রভাবে নাট্যচর্চা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে উৎসাহিত করে।
চলচ্চিত্রের ইতিহাস ও তার গুরুত্ব :
শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ ধারা হলো চলচ্চিত্র।
১) চলচ্চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদী ভাবনা থেকে আধুনিক সমাজ জীবনের বিভিন্ন আঙ্গিক তুলে ধরা যায়। তাই চলচ্চিত্র থেকে সমকালীন সমাজের ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা যায়।
২) ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা প্রভৃতি সিনেমা থেকে দেশভাগের বলি হওয়া উদ্বাস্তুদের জীবন যন্ত্রণা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
বস্তুত, শিল্পচর্চা জাতির আত্মপরিচয় এর সাথে সম্পৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কিভাবে পরিপূর্ণ হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকে জানা যায়। তাই শিল্পচর্চার ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃতি পেয়েছে।
-----------------
খেলার গুরুত্বপূর্ণ
উত্তরমুছুন