দ্বিতীয় অধ্যায়। দশম শ্রেণি। অতিসংক্ষিপ্ত প্রশ্ন
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
দশম শ্রেণির দ্বিতীয় অধ্যায়ের (একটি বাক্যে উত্তর দাও) অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :
নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরা তৈরি কর। যেটা পারবে না বা কোন সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও। এখানে তার সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর করে দেওয়া হবে।
কোন প্রশ্নের উত্তর আপলোড হলেই প্রশ্নের রঙ পরিবর্তন হয়ে যাবে।
প্রশ্নের ওপর ক্লিক করলেই উত্তর পেয়ে যাবে।
Group - B
Group - C
Group - D
Group - E
একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও।
১) বাংলায় 'বন্দিনী বামামুক্তির যুগ' বলা হয় কোন সময়কে?
২) গ্রামবার্তা প্রকাশিকা-র প্রথম সম্পাদক কে ছিলেন?
৩) আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
৪) 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' বলা হয় কাকে?
৫) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
৬) কে, কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
৭) ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম লেখো।
৮) কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
৯) আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
১০) কে কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধিতে ভূষিত করেন?
১১) বাউল গানের প্রবর্তক কে ছিলেন?
দশম শ্রেণির দ্বিতীয় অধ্যায়ের (একটি বাক্যে উত্তর দাও) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর একসাথে পেতে এখানে ক্লিক করো।
------------------------------
এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন পেতে নিচের লিঙ্কে ক্লিক করো।
Group A
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ২০ টি।
MCQ - বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
MCQ - বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
সঠিক উত্তর নির্বাচন কর - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
Group - B
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১৬ টি।
VSA - অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
VSA - অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
একটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
Group - C
প্রত্যেক প্রশ্নের জন্য ২ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১১ টি।
SA - সংক্ষিপ্ত প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
SA - সংক্ষিপ্ত প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
Group - D
প্রত্যেক প্রশ্নের জন্য ৪ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ৬ টি।
AA - বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
AA - বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
সাত অথবা আটটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
Group - E
প্রত্যেক প্রশ্নের জন্য ৮ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ০১ টি।
EA - রচনাধর্মী প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
EA - রচনাধর্মী প্রশ্ন। 👈 এখানে ক্লিক করো।
পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
- বিভিন্ন বছরের প্রশ্ন পেতে এখানে ক্লিক করো।
বাংলায় 'বন্দিনী বামামুক্তির যুগ' বলা হয় কোন সময় কে?
উত্তরমুছুনউনিশ শতক
উত্তরমুছুনদক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
উত্তরমুছুনবিরসালিঙ্গন পানতুলু
মুছুন