উডের ডেসপ্যাচ কী?
উত্তর :
ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য ১৮৫৪ সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা 'উডের ডেসপ্যাস' নামে পরিচিত।
এই নির্দেশনামায় সুপারিশগুলি হল -
১) কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
২) একটি পৃথক শিক্ষাদপ্তর প্রতিষ্ঠা করা।
৩) শিক্ষক-শিক্ষন বিদ্যালয় স্থাপন করা।
৪) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা।
৫) বিদ্যালয়গুলিতে সরকারি অনুদান দেওয়া।
৬) মাতৃভাষায় বৃত্তিশিক্ষার ব্যবস্থা করা।
৭) স্ত্রীশিক্ষার ব্যবস্থা করা।
--------xx-------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো? এর সুপারিশগুলো লেখো।
- উডের নির্দেশনামা কী? এই নির্দেশ আমায় কি সুপারিশ করা হয়েছে?
- উডের নির্দেশনামার পটভূমি উল্লেখ করো।
- উডের নির্দেশ নামা কেন জারি করা হয়েছিল? এই নির্দেশনামায় কি বলা হয়েছে?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
Thanks
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনThank you so much
উত্তরমুছুন