কাকে কেন পাশ্চাত্য শিক্ষাবিস্তারের 'ম্যাগনাকার্টা' বলা হয়?
ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য ১৮৫৪ সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। (এই নির্দেশনামা 'উডের ডেসপ্যাস' নামে পরিচিত।)
এই নির্দেশনামায় প্রকাশিত হওয়ার ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই পর্বেই ১) কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ২) একটি পৃথক শিক্ষাদপ্তর প্রতিষ্ঠা হয়। ৩) শিক্ষক-শিক্ষন বিদ্যালয় স্থাপন করা। ৪) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
--------xx-------
এই প্রশ্নটির অনুসরণে যে যে প্রশ্নের উত্তর লেখা যাবে :
- উডের ডেসপ্যাচ কী? উডের ডেসপাসকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বলা হয় কেন?
- পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলতে কী বোঝো?
- উডের ডেসপ্যাচ এর গুরুত্ব লেখো।
- উডের নির্দেশনামা বলতে কী বোঝো? উটের নির্দেশ নামাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বলা হয় কেন?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
valo hoyech
উত্তরমুছুন🙂
উত্তরমুছুন