ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে চারজন সহযোগী ছাত্রকে সঙ্গে নিয়ে প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করেন। এটি ছিল হিন্দু সমাজের জন্য একটি বৈপ্লবিক কার্যক্রম। মূলত, এই কারণেই ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ইতিহাসে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় হয়ে আছে। -------xx------ এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : মধুসূদন গুপ্ত কে ছিলেন ? তিনি কী জন্য বিখ্যাত হয়ে আছেন? ভারতীয় চিকিৎসা বিদ্যার ইতিহাসে ১৮৩৬ সাল বিখ্যাত কেন? আধুনিক ভারতে কত সালে, কোথায় প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করা হয়? কার নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজের ইতিহাসে ১৮৩৬ সাল স্মরণীয় কেন? এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হল : মেকলে মিনিটস কী? ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে 'মেকলে মিনিটস'র অবদান কী'? 'শিক্ষার চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ? কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন ? হার্...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...